ভিসা কি?

ভিসা মানে অনুমতি পত্র । একটি দেশ অন্য কোন দেশী নাগরিককে তার দেশে অবস্থান ও প্রবেশ করার জন্য দিয়ে থাকে। বিভিন্ন কারণে আমাদের বিদেশ গমনের প্রয়োজন হতে পারে। আমাদের বিদেশ গমনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমাদেরকে সংশ্লিষ্ট ক্যাটাগরীর ভিসার জন্য আবেদন করতে হয়। সাধারণত ভিসা ছাড়া ভিন্ন দেশে প্রবেশ ও অবস্থান অবৈধ হিসাবে গণ্যহয়। পাসপোট বা ট্রাভেল পারমিটের কোন একটি পাতায় সীল বা স্টিকার লাগিয়ে ভিসার তথ্য প্রদান করা হয়। বিদেশী দূতাবাসগুলি ভিসা দিয়ে থাকে। দুটি দেশের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তির ভিত্তিতে ভিসা ওয়োভার‍ নীতি থাকতে পারে যে ক্ষেত্রে দুটি দেশ পরস্পরের জন্য ভিসা প্রথা স্থগিত রাখতে পারে। ভিসা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য দেয়া হয়। প্রথমত: ভিসা প্রদানের পর সর্বশেষ কোন তারিখের মধ্যে ঐ দেশে প্রবেশ করা যাবে তা ভিসায় উল্লিখিত থাক্ অপর দিকে বৈধ পদ্ধতিতে ভিসা নিয়ে প্রবেশের পর কত দিন পর্যন্ত বিদেশে অবস্থান করা যাবে তার মেয়াদও ভিসায় উল্লিখিত থাকে। এছাড়া একটি ভিসা একবার প্রবেশ, দুই বার প্রবেশ বা বহুবার প্রবেশের জন্যও দেয়া হতে পারে।

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry